প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে পরিবর্তনের ডাক দিলেন আইয়ুব করম আলী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আইয়ুব করম আলী দোয়ারাবাজারে এক পথ সভায় পরিবর্তনের ডাক দন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১ টায় দোয়ারাবাজার উপজেলা সদরে পথ সভায় ভোটারদের উদ্দেশ্য পরিবর্তনের ডাক দেন তিনি । এসময় তিনি আরও বলেন বিগত দিনে ছাতক দোয়ারাবাজারে রাস্তা-ঘাটের কোন উন্নয়ন হয়নি তাই দুই উপজেলার জনগণ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তন চায়। এসময় উপস্থিত ছিলেন,
আইয়ুব করম আলী, রনি,মকবুল আলী, রুসমত আলী, সিরাজ আলী, শ্রী বিপ্লব দে, মইন উদ্দিন, কাউছার আহমদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন