সেলিম মাহবুব সিলেটঃ ছাতকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মছব্বির ও তার পুত্র বর্তমান মেম্বার আলী হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত দু”জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ইউনিয়নের পান্ডব গ্রামের বাসিন্দা। স্থানীয় সুত্রে জানাগেছে, পাণ্ডব গ্রামের কৃষক আশক মিয়ার পুত্র মুক্তার আলী তার ক্ষেতের সবজি বাজারে বিক্রি করে বাড়ীতে যাওয়ার পথে কুমারদানী গ্রামের হেলাল মিয়া তাকে রাস্তায় মারপিট করতে দেখে সাবেক ও বর্তমান মেম্বার তাকে বাধা দেয়ায় সে দু’মেম্বারকে ছুরিকাঘাত করে আহত করে। স্থানীয়রা আরো জানান, হেলাল মিয়ার বাড়ির পাশে এঘটনা ঘটার সময় বাজারে যাচ্ছিলেন সাবেক মেম্বার আব্দুল মছব্বির ও বর্তমান মেম্বার আলী হেসেন। তারা বিষয়টি দেখতে পেয়ে হেলাল মিয়াকে বাধা দিলে সে আক্রোশান্মিত হয়ে তাদেরকেও ছুরিকাঘাত করে। এলাকার লোকজন আহত দু’জন কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।