মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় পুলিশ চুরির দায়ে দু’চোরসহ চোরাই মালামাল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে দর্শনা থানার বুইচিতলা গ্রামের মোঃ খাদেম আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মোড়ে তার দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের কারখানা বন্ধ করে নিজ বাড়ী চলে যায়। বুধবার সকালে কারখানা খোলার জন্য এসে দেখে যে, কারখানার পিছন সাইডের উত্তর পার্শ্বের দেওয়ালের উপরে টিন কেটে কারখানার ভিতরে প্রবেশ করে কারখানায় রক্ষিত কৃষি যন্ত্রাংশ তৈরি লোহার মালামল চুরি হয়। থানায় অভিযোগের পর বুধবার দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সুজন আলী সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সর মাধ্যমে সংবাদ প্রাপ্তি হয়ে এক অভিযান পরিচালনা করে কেরুজ আমতলার চোরাই মাল কেনার হোতা জয়নাল আবেদীন বাবু (৫০)র ভাংড়ী দোকানের মধ্যে হতে ধান মাড়াই, ভুট্টা মাড়াই ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করে। এসময় দুচোরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো শ্যামপুর গ্রামের ঘরজামাই আলী কদরের ছেলে মোঃ সিজান আলী (১২) ও দর্শনা পুরাতন বাজারের আলা উদ্দিনের ছেলে মোঃ জামাল (৬০)।পুলিশ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে। এদিকে সূত্র জানায় দর্শনার বাবু ও মিন্টু নামে দু’ভাঙ্গরি ব্যবসায়ী প্রায় চোরাই মাল ক্রয় করে।পুলিশের হাতে ধরা পড়লেও আইনের ফাকফোকরে বের হয়ে আসে।সম্প্রতি দর্শনা সরকারী কলেজের ২৫ টি চোরাই ফ্যান ক্রয় করে পুলিশের হাতে ধরা পড়ে। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ১৩/১২/২৩