প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রামপাল হানাদার মুক্ত দিবস পালন

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযথ সম্মানের সাথে রামপাল হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। “আমাদের গ্রাম” ক্যান্সার কেয়ার এন্ড রিসোর্স সেন্টার এর সহযোগীতায় ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিল পাঠাগারের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় উপজেলা স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর প্রতিনিধিবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। এরপর “আমাদের গ্রাম” ক্যান্সার কেয়ার রিসোর্স সেন্টারের সহযোগিতা দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার রিসোর্স সেন্টারের উপদেষ্টা শেখ বজলুর রহমান, প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, কল্লোল মজুমদার, পুষ্পেণ রায়, এম. এ, সবুর রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী , ছাত্রলীগ নেতা মো. কাবির হোসেনসহ আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার হাসপাতালের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। ১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিলের নেতৃত্বে রামপাল হানাদার মুক্ত হয়। সেদিন রামপালের মুক্তিযোদ্ধারা রামপাল কে হানাদার মুক্ত করে রামপাল থানায় লাল সবুজের পতাকা উত্তোলন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন