মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মোরেলগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, নবাগত মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ সামসুদ্দীন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃআবুসালেহ , পৌর প্রেসক্লাব সভাপতি শাহ আলম ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিকসহ অন্যান্য প্রমূখ।