শুভসাহা,বিশেষপ্রতিনিধি: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বাতিঘর আদর্শ পাঠাগারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। এরপর সদর উপজেলার চৌরাকররা গ্রামে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ প্রাঙ্গণে আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আলী রেজা। ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমান,পাঠাগারের সদস্য শামীম আল মামুন, মনসুর হেলাল, সাজ্জাদ হোসেন, হালিমুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও ওই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন।