প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সোনাগাজীতে বিআরডিবি নির্বাচন ; সৈয়দ দীন মোহাম্মদ ও তার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) :- সোনাগাজীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নির্বাচন ১৪ই ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ৮ জনের পূর্ণাঙ্গ প্যানেলের প্রতিটা পদে একক প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ নির্বাচন-২০২৩ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় পরিদর্শক মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার।  এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী পল্লী উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার চক্রবর্ত্তী, উপজেলা সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান সহ জেলা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা এবং সমবায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।  পূর্ণাঙ্গ প্যানেলে সভাপতি পদে আওয়ামিলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, সহসভাপতি পদে আবু সুফিয়ান ও সদস্য পদে রুহুল আমিন, আবু আহমদ,  আবদুস সালাম খোকন (সাবেক মেম্বার), ইমাম হোসেন, আমজাদ হোসেন ভূঞা (বাচ্চু সাবেক মেম্বার) ও জরিনা আক্তার নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর উপজেলা বিআরডিবি সভাপতি / চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ তার প্রতিক্রিয়ায় তাকে মনোনয়ন দেওয়ায় ফেনী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বিআরডিবির সুফল সাধারণ মানুষ যেন পায় এবং এর কার্যক্রমে গতিশীলতা আনতে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন