প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাইটাল হসপিটালের উদ্যোগে ডক্টর কনফারেন্স অনুষ্ঠিত হয়

মোঃ জাকের হোসেন হাতিয়া উপজেলা প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় ১৩-১২-২০২৩ ইং রোজ বুধবার রাত ৮ ঘটিকার সময় জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড়াঃ হাসান মাহমুদ উপস্থিত ছিলেন ্মোঃ শাহ ইমরান পরিচালক ্সঞ্জয় কুমার ভৌমিক পরিচালক ্আজমির হোসেন পরিচালক (এডমিন)।মোহাম্মদ আতিকুর রহমান বেলাল পরিচালক মার্কেটিং। আরো উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়ন গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাক্তার সাইফুল মাওলা তসলিম উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার শাহারাজ উদ্দিন ও জাহাজমারা ইউনিয়নের পল্লী চিকিৎসকবৃন্দ। কনফারেন্সে ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার হাসান মাহমুদ বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, রোগী নিয়ে যাইলে থাকা খাওয়ার অসুবিধা হয়। তাই আমরা থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা করবো বলে উপস্থিত পল্লী শিক্ষকদেরকে আশ্বস্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন