প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত-১

হাজী মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৩৯১) ওই এলাকা অতিক্রম করেছিল। ওই সময়ে একই অভিমুখে খোলা ট্রাক্টরে একটি এস্কেভেটর নেওয়া হচ্ছিল। এ সময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এস্কেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায় ও চালকের বাম পা থেঁতলে যায়। আহত হন আরও ২০ যাত্রী
ঘটনাস্থলে থাকা লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া বলেন, নিহত সিফাত হোসেন (২৫) সোনাইমুড়ী আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন