প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারঃ গ্রেফতার ৩

মোঃ মোবারক হোসেন নাদিমঃ

গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ০৩ জন এবং বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মোট-০৩ জনকে গ্রেফতার করা হয় ও মাধবদী থানা কর্তৃক একটি অভিযানে পরোয়ানা মূলে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা শাখা কর্তৃক ১৩ ডিসেম্বর ২০২৩ রাত ০০.১০ ঘটিকায় বেলাব থানাধীন উজিলাব এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আশিক খান (২৫) সাইফুল ইসলাম (২০),ফারুক মিয়া (৪৫) নামের ০৩ জনকে গ্রেফতার করা হয়।অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয় ।

উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২৯টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন