শুভসাহা, বিশেষপ্রতিনিধিঃ
টাঙ্গাইলে ৮ম বারেও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহআলম।
আজ বুধবার প্রেস বিফিংয়ের মাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিক নেতা শাহ-আলম বলেন,দীর্ঘ ১৬ বছর যাবৎ বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা কমিটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। মানুষের সুখে দুঃখে সর্বদাই পাশে ছিলাম,পাশে আছি,পাশে থাকবো।
তিনি আরও বলেন,যাদের সহযোগিতা এবং পরিশ্রমের মাধ্যমে ৮ম বারেও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি তাদের সকলেই অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা,সম্মান ও কৃতজ্ঞতা জানাই।
ওই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।