মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ আসছে জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চুয়াডাঙ্গা পুলিশ সুপার দামুড়হুদা মডেল থানা এলাকার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনসহ সকল ভোটারদের র্নিভয়ে পছন্দের ভোটারদের ভোট দেওয়ার আহব্বান জানালেন। বুধবার বেলা ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা মডেল থানা এলাকার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন এবং জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় তার সঙ্গে আরও উপস্থিত মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); ডিবি; ডিএসবি; ট্রাফিক বিভাগ ও দামুড়হুদা মডেল থানা পুলিশের সমন্বয় গাড়ীবহর নিয়ে ডমিনেন্স পেট্রোলিং করেন।এছাড়া দামুড়হুদা মডেল থানা এলাকায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন এর পাশাপাশি দামুড়হুদা মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন।এছাড়া নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহব্বান জানান। তিনি সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ১৩/১২/২৩