প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটায় সদ্য যোগদান করা ইউএনও,ওসি ও এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা: বটিয়াঘাটা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ গতকাল বুধবার পৃথক পৃথকভাবে বটিয়াঘাটায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ আসাদুর রহমান ও বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিপন কুমার সরকারের সাথে বুধবার দুপুর ১২ টার দিকে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সদ্য যোগদানকারী কর্মকর্তাবৃন্দ সাংবাদিকদের সাথে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ভূমিদস্যু নির্মুল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবীর আহমেদ খান, সাবেক সভাপতি এনায়েত আলী বিশ্বাস, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ ও নিউ এজ পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি মহিদুল ইসলাম (শাহীন), সহ- সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, কোষাধক্ষ্য মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য তুরান হোসেন রানা,গোলদার আরিফুজ্জামান দুলু,কাজী আতিক,অজিত কুমার রায়, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন