প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞান বিষয়ক ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড এনথ্রপোলজি কর্তৃক পেলটো ইন্টারন্যাশনাল এওয়ার্ড

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি : আজ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে মার্কিন যুক্তরাষ্ট্রের  নৃবিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড এনথ্রপোলজি কর্তৃক পেলটো ইন্টারন্যাশনাল এওয়ার্ড পরিচালিত ফলিত নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প এন্ত্রু রুটস (Anthro Roots) এর রাজশাহী অঞ্চলের কার্যক্রম আজ শুরু হয়েছে। বাংলাদেশে স্কুল ও কলেজ পর্যায়ে নৃবিজ্ঞানের জ্ঞান ও মূল্যবোধ প্রচারের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর ও পরমতসহিষ্ণু প্রজন্ম গঠনে সক্রিয় সহযোগিতাই এই প্রকল্পের লক্ষ্য। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড কলেজে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পেলটো ইন্টারন্যাশনাল পদক প্রাপ্ত নৃবিজ্ঞানী অধ্যাপক একেএম মাযহারুল ইসলাম, বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হোসেন, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও লিটন হোসেন । সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ তাসনুভা রুবায়াত আমিন। অনুষ্ঠানে বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম বলেন, পেলটা হচ্ছে একজন বিখ্যাত নৃবিজ্ঞানী। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কাজ করছেন। বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হোসেন বলেন, নৃবিজ্ঞান এমন একটি চোখ তৈরি করে যা প্রতিনিয়ত চারপাশকে দেখতে পায়। অনুষ্ঠানে কলেজের ৩২৭ জন শিক্ষার্থী, ২৫ জন শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন