প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী জয়নাল হাজারীর উঠান বৈঠক

 স্টাফ রিপোর্টার :আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী) কে বিজয়ী করার লক্ষ্যে বুধবার ১৩ই ডিসেম্বর উঠান বৈঠক করা হয়৷ দাউদপুর ইউনিয়নে ১,২,৪,৯,নং ওয়ার্ডে যুব সংগতি সাধারণ সম্পাদক দাউদপুর ইউনিয় মো: সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রূপগঞ্জ জাতীয় পার্টির শাহাবুদ্দিন মিন্টু আরো উপস্থিত ছিলেন যুব সংঘতির সাধারণ সম্পাদক দাউদপুর আ: রহিম,মনির হোসেন, দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি জামান মিয়া,৪ নং ওয়ার্ডের সভাপতি খোকন মিয়া,মিজান হোসেন,রিপন হোসেন,রনি কাজী,বিল্লাল হোসেন বেপারী,মামুন,আনোয়ার হোসেন,নাসির পর্চা, প্রমুখ৷ এ সভায় বক্তারা বলেন আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের গণমানুষের নেতা জয়নাল আবেদীন চৌধুরীর পক্ষে আমরা কাজ করব৷ শাহাবুদ্দিন মিন্টু বলেন ভোট দিয়ে একসাথে কাজ করে জয়নাল হাজারী ভাইকে নির্বাচিত করতে হবে৷ জয়নাল হাজারী ভাই বিজয়ী হলে একজন যুবক বেকার থাকবে না মাদক ব্যবসায়ীদের রূপগঞ্জে জায়গা হবেনা সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে নির্বাচিত হবে জয়নাল হাজারী ভাই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ৷

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন