প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাঙ্গুড়ায় স্ত্রীর মৃত্যু দেখে মারা গেলেন স্বামী

মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর মৃত্যু দেখে হার্টঅ্যাটাকে মারা গেলেন স্বামী। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চক্রপাড়া গ্রামে।

মৃত স্বামী-স্ত্রীর নাম সরোয়ার হোসেন (৩৬) ও লাইলী খাতুন (৩০)। ভালোবেসে এক যুগ আগে বিয়ে করেছিলেন তারা।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তারা। তাদের সংসারে ৮ বছরের একটি ছেলে রয়েছে। সরোয়ার চক্রপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, লাইলী ঘাসের জমি দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তার চাচা শশুর আনছার লাইলীকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বামী ছরোয়ার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান। লাইলীকে হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের ভেতরেই মারা যান। তার মৃত্যু দেখে হাসপাতালেই অসুস্থ হয়ে পড়েন স্বামী সরোয়ার। এর ১০ মিনিটের ভেতরেই মারা যান স্বামীও। ধারণা করা হচ্ছে স্ত্রীর মৃত্যু দেখে হার্টঅ্যাটকে মৃত্যু হয়েছে সরোয়ারের।

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন, স্ত্রীর মৃত্যু দেখে স্বামী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকতে পারেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন