প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাবনায় অবরোধের সমর্থনে ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১১তম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার সকাল সাড়ে ৮টায় পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সিঙ্গা মেরিল বাইপাস থেকে বের হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক পদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন । এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “দলীয় কর্মসূচি সফল করতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।” আর কে আকাশ পাবনা প্রতিনিধি ০১৭১৯ ৩৬৬০৬০

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন