আতিকুল ইসলাম আতিক ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে আফছার আলী (৫৭) নামের এক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় মথুরাপুর বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আফছার আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোর্ত্তজা বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে শিক্ষক আফছার আলীকে হত্যার উদ্দেশ্যে পিছন দিক থেকে হামলা করে মধুপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে দই ব্যবসায়ী গোলাম রব্বানী (৪৮)। এসময় হামলাকারীর হাতে থাকা কাঠের লাঠির আঘাতে শরীরের বিভিন্ন অংশ আঘাত প্রাপ্ত রক্তাক্ত জখম হয়। পরে প্রথমে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত শিক্ষক আফছার আলীকে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার এক পর্যায়ে হামলাকারী গোলাম রব্বানীকে উপস্থিত ছাত্র জনতা আটক করে। আটকের পর তিনি তাৎক্ষণিক ভাবে স্বীকার করেন জোসেফ মল্লিকের নির্দেশে এ হামলা করা হয়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহুর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন আলোচনা ও সমালোচনা। পরে গোলাম রব্বানীকে থানা হেফাজতে নেয় পুলিশ। শিক্ষকের উপর এমন হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক গন। নিউজ লেখা কালিন সময়ে জোসেফ মল্লিকের মুঠোফোনে কল প্রবেশ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
আহত শিক্ষক আফছার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, গোলাম রব্বানী তার একক চিন্তায় এমন ঘটনা ঘটায়নি। এর সাথে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত, মূলত তাদের উষ্কানিতেই গোলাম রব্বানী এমন ঘটনা ঘটাতে পারে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত গোলাম রব্বানী নামের একজন কে থানা হেফাজতে নেয়া হয়। পরে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।