মোঃ জিয়াউল হক নেত্রকোনা জেলা প্রতিনিধি।
নেত্রকোনা বারহাট্টা উপজেলায় লাইসেন্স না থাকায় এক ডেন্টাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে এবং চার ডায়াগানস্টিক কে লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বারহাট্টা হাসপাতাল রোড ও বারহাট্টা অডিটোরিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এই সময় ৫ টি ডায়াগনস্টিক সেন্টার কে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন বারহাট্টা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজ রহমান। সাথে ছিলেন বারহাট্টা থানার এস আই নবী হোসেন।
অভিযান শেষে ফয়জুর রহমান বলেন আমরা আজ ৫ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছি। অডিটোরিয়াম এর সামনে আলফা ডেন্টাল এর লাইসেন্স না থাকার কারনে সিলগালা করা হয়েছে। হাসপাতাল রোডে চার প্রতিষ্ঠানের লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার কারনে জরিমানা করা হয়েছে। সেবা, ইকরা,নিউ পপুলার,ও পদ্ম ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন এমন অনিয়ম পেলে আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে।