প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মেঘেদের কার্নিভাল

Open photo  লেখকঃ আশিকুর সরকার (রাব্বি): প্রতিবেদকঃ

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার মেঘেদের কার্নিভালে ভেসে আসে বাহারি পাতাদের সমাচার, এই বুঝি হারাই , এই বুঝি খুঁজে পাই সেই দাম্ভিক কন্ঠস্বর।। “দেওয়ালের লাল নীলে তারিখ দেখি, মিঠে রোদ জিরোয় উঠোন জুড়ে। মনে করিয়ে দেয় চাঁপার গন্ধে ডুবে থাকা বিকেল, কাঠি আইসক্রিমে ডোবা ঠোঁট তীব্র বেগে নাক স্পর্শ করা পুরুষালি পারফিউম। “কিন্তু কিছু গন্ধ বাড়ি আসার আগে পথেই হারিয়ে যায়, হারিয়ে যায় একটা মানুষ একটা আপাদমস্তক ‘তুই’। “আলো আর ঢাকে বিভোর হওয়া শহরে রাতে ক্ষনিকের নিস্তবতা জানান দেয় আমাদের আলোর মাঝে হাঁটা হয়নি। “সময় পেরোয়, চায়ের দোকানের ছেলেটি রেডিও চালায় আড্ডা বিরতি ডেকে এই হেমন্তেও ছড়িয়ে পড়ে কিশোরকুমার।।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন