প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

থিম ওমর প্লাজা সংলগ্ন একটি সেপটিক ট্যাংকি থেকে লাশ উদ্ধার

মোঃআফতাবুল আলম
 মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীর গৌরহাঙ্গা এলাকায় অবস্থিত অভিজাত বিপনি বিতান থিম ওমর প্লাজা সংলগ্ন একটি সেপটিক ট্যাংকি থেকে  নয়নাল উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। বেলা ১১ টার দিকে সেফটিক ট্যাংকি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত নয়নালের বাড়ি নগরীর কাটাখালি থানার শ্যামপুরে। তার পিতার নাম আব্দুল জব্বার। পুলিশ জানায়, দুর্বৃত্তরা ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার অপচেষ্টা চালায়। আধুনিক এই বিপনী বিতানটি রাজশাহী ১ আসনের সংসদ সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ওমর ফারুক চৌধুরীর। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পিছনে গভীর রহস্য রয়েছে। আলোচিত লাশটি বাহির থেকে মার্কেটের ভেতরে ঢুকানো সম্ভব নয়। তবে সিসি ফুটেজ পাওয়া গেলে রহস্য উদঘাটন হতে পারে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন