মোঃ আব্দুল আজিজ, সহ-নির্বাহী সম্পাদকঃ
পাবনার ভাঙ্গুড়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ সুধীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিয়া আক্তার রোজি, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবু-বু-উল আলম, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সরদার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, উপজেলা পরিষদের সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী বৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।