প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পীরগাছায় মৎস্য অধিদপ্তরের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুরঃ

১২ডিসেম্বর দিনব্যাপী রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে মৎস্য অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় গুলশা, পাবদা, টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে মৎস্য চাষের বিভিন্ন পদ্ধতি নিয়ে বক্তব্য প্রদান করেন, পীরগাছা উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুব-উল আলম ও উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী। নিদের্শনা মূলকভাবে তিনি মিশ্র মাছ চাষ পদ্ধতি ও পোনা জাতীয় মাছ চাষ এবং সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে মৎস্য চাষিদের মাঝে বিশেষ নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।

বর্তমান বাজারে সব ধরনের দ্রব্যমূল্যের উর্ধগতি হওয়ায় সাধারণ মানুষের হাতের লাগালের বাইরে, তাই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর। মানুষ যাতে নিজের চাহিদা মেঠাতে পারে ও তদানুযায়ী সবধরনের খাদ্য উৎপাদন করতে পারে সে জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নকল্পে এগিয়ে আসতে সকলকে আহবান জানান। তাহলে আমাদের সোনার বাংলা গড়তে পারব, ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন