পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আল মামুন এর রিদয়ে লুকিয়ে থাকা প্রকাশ করেছেন দৈনিক কলম যোদ্ধা পএিকায়। আজ রোজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আমার কখনই এমন কোনো বন্ধু হয়নি, যে জোর গলায় সবার সামনে বলতে পারবে ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি এমন কোনো বন্ধু পাইনি; যে কোথাও ঘুরতে যেতে চাইলে সবার আগে আমাকে কল দিয়ে বলবে, চল বন্ধু ঘুরে আসি। আমি এখনও এমন কোনো বন্ধু পাইনি; আমার জন্মদিনে যে রচনা লিখে আমাকে বার্থডে উইশ করবে, ঠিক রাত ১২ টায়। আমি এখনও এমন কোনো বন্ধু পাইনি; যে তার সব কথা আমাকে খুলে বলবে, আমাকে কেউ বাজে কথা বললে তার গায়ে লাগবে। আমি যাকে বেস্টফ্রেন্ড ভাবি; সে অন্য কাউকে বেস্টফ্রেন্ড ভাবে। সে অন্য কারো বেস্ট ফ্রেন্ড। আমার কখনো এমন সৌভাগ্য হয়নি। যার এমন একটা বন্ধু আছে সে সত্যিই খুব ভাগ্যবান। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আল মামুন দৈনিক কলম যোদ্ধা।।