প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

হাকিম হত্যা মামলার সন্দিগ্ধ আসামী কামাল গ্রেফতার

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ 

সুধারাম মডেল থানার মামলা নং-১, তারিখ-০২/০৩/২০২৩খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে আন্ডারচর ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করাকালীন মামলার ঘটনায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ কামাল প্রঃ কামাল ডাকাত (৩৮) কে আন্ডারচর এলাকায় সিরাজের চায়ের দোকানের সামনে থেকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামীকে নিয়ে সুধারাম মডেল থানার মামলা নং-১, তারিখ-০২/০৩/২০২৩খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড এর ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া দফায় দফায় জিজ্ঞাসাবাদে আসামী তাহার ঘরে অস্ত্র-গুলি আছে মর্মে জানায়। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সুধারাম মডেল থানাধীন ২০নং আন্ডারচর ইউপিস্থ পশ্চিম মাইজচরা সাকিনের আসামীর বসতঘরে ০২/০২/২০২৩খ্রিঃ তারিখ ১৭.২০ ঘটিকার সময় পৌঁছাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীর ঘর থেকে আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে
১) ০১(এক) টি দেশীয় তৈরী সচল এলজি,
২) ০২(দুই) টি তাজা কার্তুজ প্রাপ্ত হইয়া ০২/১১/২০২৩খ্রিঃ তারিখ ১৭.৩৫ ঘটিকার সময় জব্দ করেন।

উক্ত ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে সুধারাম মডেল থানার মামলা নং-৫, তারিখ-০২/০৩/২০২৩খ্রিঃ, ধারা-19A/19(f) The Arms Act, 1878 রুজু করে মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মহিন উদ্দিন এর উপর অর্পণ করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন