প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিছাম হোসেন (২৯) নামে একযুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নওগাঁ শহরের লিটন ব্রিজের উপর। নিহত নিছাম হোসেন হলেন, নওগাঁরপাশ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্দিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিছাম হোসেন একটি সিগারেট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নওগাঁ শহরের দোকান গুলোতে অর্ডার নিতে বের হয়েছিলেন। এরি এক পর্যায়ে শহরের লিটন ব্রিজ পারাপার হওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক নিছাম এর মোটরসাইকেলে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে নিছাম হোসেন ছিটকে সড়কের উপর পড়ে মারান্তক জখম হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার এসআই আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন