প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফালান শিকদার (৫৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার
করেছে পুলিশ। গতকাল ২৪ সেপ্টেম্বর রবিবার বিকালে অগ্রনী সেচ প্রকল্প-২ এর
বেড়িবাঁধ সংলগ্ন কান্দাপাড়া শেখ নজরুল ইসলামের বাগান বাড়ির ভিতর থেকে
ফালান শিকদারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফালান শিকদার বরপা এলাকার মৃত
মদন আলী শিকদারের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, তার মুখে আঘাতের
চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যপারে
মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন