প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ছাতকের হাট-বাজারে পেঁয়াজের মুল্য লাগামহীন মধ্যে বিত্ত, নিম্ন বিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে

Salim Mabub

সেলিম মাহবুব,সিলেটঃ পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা হওয়ার পর হঠাৎ করে পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এক-দুই দিনের ব্যবধানে সুনামগঞ্জ জেলার ছাতকের হাট- বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৩০ টাকা। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পেঁয়াজের দাম। গত বৃহস্পতিবার ছাতকে পেঁয়াজের খুচরা দাম ছিলো প্রতি কেজি ৭০ টাকা, শুক্রবার বিকেলে প্রতি কেজি ১০০ টাকা, সোমবার পর্যন্ত ছাতকের হাট-বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। আবার রেশনের মতো ক্রেতাদের সাথে দামা দামি হচ্ছে। ১/২ কেজির বেশি কাউকে পেঁয়াজ দিচ্ছেন না দোকানীরা। সোমবার (১১ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে ছাতক শহর সহ বিভিন্ন হাটে ১৮০/১৯০ এবং ২০০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। দোকানীরা জানিয়েছেন বেশি দামে তাদের পেঁয়াজ ক্রয় করতে হচ্ছে। কিন্তু দেখা গেছে ৭০ টাকা দামের পেঁয়াজই তারা ২০০ টাকায় বিক্রি করছেন।২/১ দিনের মধ্যে অনেক ব্যবসায়ীরা হাটেই যান নি। মজুদ গুদামের পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করছেন। পেঁয়াজের দাম হু- হু করে বেড়ে যাওয়ায় বাজারে বাজারে সিন্ডিকেট তৈরী হয়ে গেছে। এ ব্যাপারে ছাতকের সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন জানান, মজুদ রাখা পেঁয়াজ যাতে পূর্বের নির্ধারিত দামে বিক্রি করা হয় সে বিষয়ে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন