প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিহাতীতে (৭৫তম) বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শুভসাহা,বিশেষপ্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্দোগ্যে(১০ই ডিসেম্বর) রোজ:-রোববার,বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু গোবিন্দ চন্দ্র সাহা’র উপস্থিতিতে এবং উপজেলা কমিটির জনপ্রিয় সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ-আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল মানবাধিকার নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ওই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহ কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন