প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিডিএ,র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিডিএ,র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ই ডিসেম্বর ২০২৩ রবিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে

র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়,উপজেলা ভূমি হীন সমন্বয় পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)আয়োজন ও সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালী নিয়ে।এবং র‍্যালী শেষে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান ও কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীতে উন্নয়ন সংস্থা সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃকাওসারুল আলম,উপজেলা ভূমি হীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক জনসংগঠন ঐক্য পরিষদের সভা প্রধান গজেন্দ্র নাথ রায়, লোহাগাড়া ইউনিটের সভা প্রধান এনামুল হক প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। গীতি গমন চন্দ্র রায় গীতি স্টাফ রিপোর্টার ০১৭৫১১১৮৭৮৭

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন