প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আদিতমারী থানা পুলিশের অভিযানে ০২ জন আসামী গ্রেফতার

আদিতমারী থানা পুলিশের অভিযানে ০২ জন আসামী গ্রেফতার। আদিতমারী থানা এলাকায় ০৯/১২/২০২৩ খ্রিঃ তারিখে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সি আর ৯১/২০ (আদিত) সংক্রান্তে ৬ মাসের সাজা গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মোঃ রহিম আরমান, পিতা নূর হোসেন, সারপুকুর, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করে। এবং গত ০৮/১২/২৩ তারিখ ৪ নং সারপুকুর ইউপির কদমতলা ঘাট তালিমুল কোরআন মাদ্রাসা শিক্ষকের শয়ন ঘর হইতে মাদ্রাসার সেচ পাম্প চুরির অপরাধে আসামি মোঃ হারুন অর রশিদ (২৪), মোঃ ফজলুল হক, সাং- পশ্চিম ভেলাবাড়ী,থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে উক্ত আসামির বিরুদ্ধে আদিতমারি থানার মামলা নং- ১১, তাং-০৯/১২/২৩, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয় এবং চোরাই সেচ পাম্প উদ্ধার করে। অদ্য ০৯/১২/২০২৩ তারিখ উক্ত আসামিদ্বয় কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। উদ্ধার/গ্রেফতারকারী অফিসার-এসআই/মোঃ মাহাবুব রহমান, এএসআই গোপাল চন্দ্র, সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন