প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গাইবান্ধা পুলিশ সুপার হিসাবে মোঃ কামাল হোসেনের ১ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ এম টি আই আহাদ মাহমুদ

পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর গাইবান্ধা জেলায় যোগদানের পর থেকে আজ অবধি দায়িত্ব পালনে সাফল্যের এক বছর পূর্ণ করায় পুলিশ সুপার বর্ষপূর্তির এ মাহেন্দ্রক্ষণে সহকর্মীরা আয়োজন করে ভালোবাসায় ভরা আন্তরিকতাপূর্ণ স্মৃতিসুধাময় এক অনাড়ম্বর অনুষ্ঠান।

আজ (৮ ডিসেম্বর) শুক্রবার এ অনুষ্ঠানে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ও এক বৎসর পূর্তি উপলক্ষে কেক কাটা কাটেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা,ডিআইও-১, ওসি ডিবি মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ মাসুদ রানা, টিআই প্রশাসন, টিআই মটরযান শাখা, গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন