প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনা -১ এর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল

মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনাঃ দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯, (দাকোপ-বটিয়াঘাটা) খুলনা -১ অঞ্চল থেকে স্বতন্ত্র প্রার্থী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়’র মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন বলে জানিয়েছেন । গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন যাচাই-বাছাই শেষে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের অন পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় ডক্টর রায়’র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন । উক্ত বাতিলের বিরুদ্ধে ডক্টর প্রশান্ত কুমার রায় গত ৮ ডিসেম্বর শুক্রবার পূর্বাহ্নে বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন বলে জানিয়েছেন । আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন । এব্যাপারে দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় এ প্রতিবেদককে বলেন, দ্রুততম সময়ের মধ্যে আমার মনোনয়নপত্র প্রস্তুত দাখিল করায় সামান্য ভুল হয়েছে । আমি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর আপিল করেছি । আশা করছি, আপীলর শুনানি শেষে আমি পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবো এবং ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধীতা করে জয়যুক্ত হবো ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন