প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হবিগঞ্জের ২ থানায় নতুন ওসি যোগদান

স্বপন রবি দাশ, জেলা প্রতিনিধি হবিগঞ্জ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।

হবিগঞ্জ জেলার মধ্যে চুনারুঘাট ও লাখাই থানার ওসি বদলি করা হয়েছে। লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়াকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় ও চুনারুঘাট থানার ওসি রাশেদুল হককে সিলেটের ওসমানীনগর থানায় বদলি করা হয়েছে।

আর সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে চুনারুঘাট থানায় এবং এসএমপি’র শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে লাখাই থানার নতুন ওসি হয়ে যোগদান করেছেন।

নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)।

সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন