প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ নিখোঁজের তিনদিন পর খালা থেকে নাজমুল হোদার মৃত্যুদেহ উদ্ধার

নওগাঁ নিখোঁজের তিনদিন পর খালা থেকে নাজমুল হোদার মৃত্যুদেহ উদ্ধার । নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের তিন দিন পর খাল থেকে নাজমুল হোদা (২৬) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহবুর আলম (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত ৪ ডিসেম্বর নাজমুল হোদা নিখোঁজ হলে তার বাবা ৫ ডিসেম্বর মঙ্গলবার নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেন।আটককৃত ব্যক্তি হলেন- নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মাহবুর রহমান। তিনি বর্তমান উপজেলার সদর ইউনিয়নের পাচড়া (দিঘীপাড়া) গ্রামে বসবাস করছেন।থানায় এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মেতো গত ৪ ডিসেম্বর বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফিরে আসেননি নাজমুল হোদা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে জানতে পারেন তিনি অভিযুক্তের সঙ্গে সন্ধ্যায় ছিলেন। পরে আসামিকে আটক করে পুলিশি হেফাজতে নিলে আসামি হত্যার বর্ণনা দেন। অভিযুক্ত ব্যক্তি জানান, উপজেলার সাংশৈল ও পাচরা সীমানা সংলগ্ন ঝলঝলিয়া পুকুর এলাকায় নিয়ে গিয়ে মিষ্টির ভেতর গ্যাস পাউডার দিয়ে পড়া মিষ্টি বলে নাজমুল হোদাকে খাওয়ানো হয়। মিষ্টি খাওয়ার কয়েক মিনিট পরই তিনি মারা যান। সেখানে একটি কচুরিপানা ভর্তি খালে তার লাশ রেখে মোবাইল ফোন ও ভ্যান নিয়ে টিএলবি-শিবপুর আঞ্চলিক রাস্তার পাশে পরিত্যক্ত স্থানে রেখে হেঁটে বাড়িতে যান মাহবুর।নিহতের বাবা জান মোহাম্মদ কাজী বলেন, ‘আমার ছেলেকে নরপশু মেরে ফেলেছে; আমি তার ফাঁসি চাই।’নিখোঁজের ৩ দিন পর খালে মিলল মরদেহ এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নওগাঁ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন