প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পূর্ব পাকিস্তানের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া মন্তব্য

ভারত থেকে  মনোয়ার ইমামঃ

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতি র ডিভিশন বেঞ্চ পশ্চিম বাংলা সরকারের কাছে জানতে চাইলেন যে, সি এ এ ক্ষেত্রে ভারতের অসম রাজ্যের পূর্ব পাকিস্তান থেকে আগত শরনার্থীদের যদি সেখানকার নাগরিক অধিকার দেন, তাহলে পশ্চিম বাংলায় নয় কেন। ভারতের নাগরিক অধিকার আইনের রক্ষিত ৬এ, ধারাতে বলা হয়েছে যে যদি কোন দেশের নাগরিক শরনার্থী ভারতের মধ্য বসবাস করতে চান তাহলে ভারত সরকার তাকে সবদিক বিবেচনা করে তার নাগরিক অধিকার দিয়ে দেবেন। আজকের পশ্চিম বাংলা র মাতুয়া সম্প্রদায়ের করা নাগরিক অধিকার সংরক্ষিত আইন নিয়ে যখন ভারতের সর্বোচ্চ আদালতে মামলা উঠে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ তা জানতে চান। পশ্চিম বাংলা র প্রায় এক কোটি মাতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে অনেকেই ভারতের নাগরিক অধিকার পায়নি। তা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতের মধ্যে প্রবেশ করে। এবং বাংলাদেশের স্বাধীনতা র পর তারা কেউ ফিরে যায়নি। সম্প্রতি ভারত সরকার এন আর সি ও সি এ এ আইনের রক্ষিত যে আইন অনুসারে অনুপ্রবেশকারী মানুষের মধ্যে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে না। মাতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের কে দীর্ঘদিন ধরে ভারতের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তা নিয়ে ভারতের নাগরিক অধিকার আইন নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে মাতুয়া সম্প্রদায়ের মানুষ। সেই মামলায় এই মন্তব্য ভারতের প্রধান বিচারপতির।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন