যাত্রা শুরুর তৃতীয় বছরেই নগদ, দেশের শীর্ষ করদাতার তালিকায় চলে এসেছিল। ২০২১-২২ অর্থবছরে সেবা খাতে দেশের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে নগদের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নগদ ও প্রতিটি ক্ষেত্রে বজায় রেখেছে স্বচ্ছতা।