প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মেয়েরা তরল পদার্থ

Shanjida Akter 

মেয়েরা সম্ভবত তরল পদার্থ।
এদের কোনো আকার নেই বললেই চলে।
যে কোনো পাত্রেই এরা নিজ আকার হুট করেই ধারণ করে ফ্যালে।
সেটা তার জন্য হোক যোগ্যই বা অযোগ্য!
এই ধরুন, বড্ড অগোছালো এক টা মেয়ে,
বড্ড জেদি, রাগী, খুব অভিমানী, যে কিনা আহ্লাদে কখনো চুলটাও বাঁধতে শেখেনি।
কথায় কথায় মুখ গুমরে বসে থাকে।
এমন কি নিজের ওড়না টাও ঠিক মতো গুছিয়ে রাখতে পারতো না,
অথচ দেখুন,
সেই অগছালো মেয়েটিই কিভাবে দুহাত দিয়ে,
পুরো এক টা সংসার গুছিয়ে রাখছে!
আচ্ছা মেয়েরা কি সত্যিই তরল!
না হলে, জানালার গ্রিল ধরে যে মেয়েটি,
অনবরত চোখের পানি ফেলতো।
যার একটি ফোনকলের অপেক্ষাই সে সারাটা রাত না ঘুমিয়ে পাড় করে দিত।
অথচ আজ,
আজ সে মেয়েটিই অন্য কারো বুকে মাথা রেখে কি নিশ্চিন্তেই না ঘুমোচ্ছে!
যে মেয়েটির গলার আওয়াজে,
পুরো পাড়ার বখাটে চুপসে থাকতো।
এমনি প্রচণ্ড শীতেও যে মেয়েটি কখনো কাঁপেনি,
ওমা কি অবাক কান্ড,
আজ সেই মেয়েটিই নাকি স্বামী আর সংসার এর ভয়ে এ প্রতি মুহুর্তে কাঁপে!
তরল ছাড়া আবার কি এরা!
কি নামে ডাকে এদের!
মেঘের ডাক শুনলেই,
যেই মেয়েটি অবাধ্যের মতো বৃষ্টিতে ভিজতে, দৌড়ে ছাদে চলে যেতো।
মায়ের হাজার বারণ স্বত্তেও জানালা খুলে,
দু হাত জলে ভিজিয়ে রাখতো।
আচ্ছা এই মেয়েটিই কি সেই মেয়ে যে কিনা এখন অর্ধ পোড়া মুখ নিয়ে,
ভুরু কুঁচকে খটাস করে জানলাটা আটকে দেয়!
শুনেছিলাম মেয়েটির বড় ইচ্ছে ছিল,
অনেক বড় ডাক্তার হবার,
তবে বড় ডাক্তার না হলেও,
মেয়েটি আজ বড় রাঁধুনি হয়েছে বটে।
নিয়ম করে তিন বেলা রাঁধে,
কাপড়চোপড় কাঁচে আরও কত কি।
শুনেছি আজকাল শ্বশুর বাড়িতে নাকি সে ভালোই সেবা দিয়ে যাচ্ছে!
একবার মেয়েটি কাকে যেন জড়িয়ে ধরে বলেছিল, তেমাকে ছাড়া আমি বাঁচবোনা,
বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি মরে যাবো! তুৃমি একটা কিছু করো তোমার দোহাই।
আজ সেই মেয়েটিই অন্য কারো বুকে,
অন্য কোনো সুখে!
এই মেয়ে গুলোই যেন কেমন,
কেমন বেঈমান,
কেমন স্বার্থপর,
কেমন লোভী।
আচ্ছা এরা তরল ছাড়া আবার কি!
কখনো বা পরিবারের জন্য,
আবার কখনো খুব কাছের একজন মানুষের খুশির জন্য,
নিজের সব চাওয়া পাওয়া গুলোকে এক মুহুর্তেই দুমড়ে মুচড়ে দেয় এরা।
এদের তরল ছাড়া আবার কিছু বলা যায়!
সুখ টা কে কি কখনো এরা ছুঁয়ে দেখতে পারে! নাকি ছোঁয়ার আগেই
সবটা ধুসর রঙে তা পাল্টে যায়!
এদের সুখ ঐ কি কল্পনার জগত পর্যন্তই!
অনেক গুলো স্বপ্ন এক সাথে দেখে,
হাওয়াই ভাসিয়ে দেয়।
কেবল অন্যের সু্খের জন্য নিজেকে গুছিয়ে তোলা মানেই কি, তুমি মেয়ে, তুমি নারী, তুমি তরল??

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন