প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

যোগ্য পিতার যোগ্য সন্তান সফল চেয়ারম্যান ইউসুফ তালুকদার

তাইপুর রহমান তপুঃ

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ৫নং বাকলজোড়া ইউনিয়ন পরিষদের সতন্ত্র নির্বাচন এর মাধ্যমে জয়লাভ করা সফল ও ইউনিয়ন বাসীর প্রিয় মুখ চেয়ারম্যান জনাব ইউসুফ তালুকদার।
এলাকাবাসী বলেন আমাদের বর্তমান চেয়ারম্যান ইউসুফ তালুকদার একজন সৎ মানুষ, পূর্বে তার পিতা জনাব ইয়াকুব আলী ছিলেন আমাদের চেয়ারম্যান তিনি থাকা কালে আমরা ইউনিয়ন বাসী খুবই শান্তি তে ছিলাম, তিনি আমাদের সুখে দুখে সকল সময় আমাদের পাশে ছিলেন। কিন্তু উনার অকাল মৃত্যু তে আমরা সকলে হতাস হয়ে পরেছিলাম, এই ভেবে যে আমাদের অভিভাবক কে হবে? তবে আমাদের আশার আলো দেখালেন উনারই সুপুত্র জনাব ইউসুফ তালুকদার। তিনি নির্বাচনে আসতে চায় নি আমরাই উনাকে আমাদের প্রতিনিধি বানিয়েছি, এবং আমরা এখন আগের মতোই শান্তিতে আছি। জনাব ইউসুফ তালুকদারও উনার পিতার মতোই আমাদের খেয়াল রাখেন আমাদের সুখে দুখে পাশে থাকেন, আমরা চাই তিনি যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রতিনিধি হিসেবে থাকেন।
সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে জনাব ইউসুফ তালুকদার বলেন, আমাকে এলাকার জনগন চেয়ারম্যান বানিয়েছে আমিও আমার বাবার মতোই তাদের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটিয়ে চলার চেষ্টা করবো। আমি কিছুদিন হলো চেয়ারম্যান এর চেয়ার এ বসেছি গ্রাম এর সকল রাস্তা ঘাট সহ সার্বিক উন্নয়ন এর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি যা আসন্ন জাতীয় নির্বাচন এর পরে শুরু করা হবে। আমি আমার বাবার আদর্শ বুকে লালন করে চলি আশা করি আমার দ্বারা সকলের উপকার ও এলাকার উন্নয়ন হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন