প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

কৈলাশগজ্ঞের সুরেন বাবুর কালীমাতা মাঠ প্রঙ্গনে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কৈলাশগজ্ঞের সুরেন বাবুর কালীমাতা মাঠ প্রঙ্গনে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত । খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ নং ওর্য়াডে শ্রী শ্রী ঠাকুরানি কালিমাতা মন্দির প্রাঙ্গণে (সুরেন বাবুর কালিবাড়ি) জয় কালী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নক আউট পর্যায়ে ১৬ দলিয় মিনি ফুটবল টুর্নামেন্ট। গত ৩ ডিসেম্বর রবিবার বিকাল ৫ টায় কালীমাতা মন্দিরের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায় খেলার শুভ উদ্বোধন করেন। যা ৬ই ডিসেম্বর বুধবার সন্ধ্য থেকে সেমিফাইনাল ও পরে ফাইনাল খেলায় একতা যুবসংঘ বনাম ব্রাদার ইউনিয়ন যুবসংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কোন গোল না পাওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে উপনীত হয়। একতা যুবসংঘ ব্রাদার ইউনিয়ন যুবসংঘকে ২-১ গোল করে জয় লাভ করে। খেলায় প্রথম পুরস্কার হিসাবে এলইডি ২৪ ইঞ্চি টিভি দিয়ে সহযোগিতা করেছেন ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান তপন কুমার সরকার, ২য় পুরস্কার দিয়ে সহোযোগিতা করেছেন সুব্রত সরকারের দুই পুত্র দিপ সরকার ও সাগর সরকার। তৃতীয় পুরস্কার দিয়ে সহোযোগিতা করেছেন ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধন রায়। এসময় প্রথম পুরস্কার প্রদান কালে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান তপন সরকার বলেন, খেলা হোক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার। মাদকাসক্ত যুব সমাজ ধ্বংস করছে নিজেদের জীবন তথা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে। তাই মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া এদেশের সকল কর্মকান্ডে যুব সমাজকে ভূমিকা রাখার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন