প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতির জনক এর শিল্পকর্ম প্রদর্শনীতে খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী “শিব শংকর মন্ডল” ২য় স্থান অর্জন করেন।

“জাগো সত্যের শুভ্র আলোয় জাগো হে মিলিত প্রাণ” জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্ৰ জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা। নবীন চারু শিল্পীদের নিয়ে
এই সুন্দর আয়োজন করেন।শিল্পকর্ম প্রদর্শনী-২০২৩ এর জুরি বোর্ডে বিবেচনায় অংশগ্রহণকারী সকল শিল্পীদের মধ্যে শিব শংকর মন্ডল (২য় স্থান অর্জন করে)বর্তমানে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর ছাত্র ।সে খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ২০২০ সালের ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। শিব শংকর মন্ডল ২য় স্থান অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত।আজ ২২শে সেপ্টেম্বর সন্ধ্যায় রেজাল্ট প্রকাশ হয় ।উক্ত প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে ৫জনকে পুরস্কৃত করেছেন। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বিজয়ী ৫জন শিল্পীকে অভিনন্দন জানায়। বিজয়ী শিল্পীদের নাম আরাব সাদমান আহমেদ অর্ণব
(১ম পুরস্কার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
শিব শংকর মন্ডল (২য় পুরস্কার) নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।অরবিন্দ হালদার (৩য় পুরস্কার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়।সুবর্ণ চক্রবর্তী তন্ময় সম্মান সূচক পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়।অম্লান দাস সম্মান সূচক পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়।“সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরনের জন্য শুভকামনা করে খুলনা আর্ট একাডেমি।শিব শংকর মন্ডল ২০২২সালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার গ্রহণ করেছিলো। আজ এই সুখবরটি শোনার পরে কি যে আনন্দ লেগেছে বুঝাতে পারবো না লিখে।এই ধারাবাহিকতায় সামনে এগিয়ে যাক। খুলনা আর্ট একাডেমিতে কাটি হয়ে এসে একাডেমির সাথে শিব শঙ্করের যে বন্ধন করোনা মহামারীর সময় খুলনা আর্ট একাডেমির আঙিনায় দুটি বছর কাটিয়েছে। তখন আপন মানুষগুলো দূরে সরে গিয়েছিল আমাদের আভাব অনটন দেখে।শিবশংকর তখন কঠিন পরীক্ষায় পাশ করেছে।তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তার শিক্ষক হিসেবে সার্বিক মঙ্গল কামনা করছি। তার মনের স্বপ্নগুলো এমন করে যেন পূর্ণ হয়। আজকের এই প্রাপ্তি তাকে নতুন পথের সন্ধান দিবে। ইতোমধ্যে বেশ কয়টি সম্মাননা স্মারক গ্রহণ করেছে। আরও বড় কিছু ছিনিয়ে আনবে প্রতিযোগী হয়ে। এমন আশীর্বাদ করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।আরো বলেন যদি শিবের মা বাবার মতো সন্তানের মনের চাহিদার প্রাধান্য দিতো, এমন যদি প্রতিটি মা বাবা সন্তানের চাওয়ার মূল্যায়ন করতো তবে সকল শিশুই পেতো নিজ নিজ স্বাধীনতা।

(যে কেউ স্বাধীনতা না পেলে সে জীবনে বড় কিছু অর্জন করতে পারেনা -চিত্রশিল্পী মিলন বিশ্বাস)

[বিঃদ্রঃ আগামী ২৪ই সেপ্টেম্বর রোজ রবিবার, ২০২৩ ইং তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং শিল্পকর্ম প্রদর্শনীর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হবে। আপনারা সকলে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন