প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত মোঃ আজগার আলী

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত মোঃ আজগার আলী। সাতক্ষীরায় ৭ই ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার শহরের পাকাপোলের মোড় থেকে র‌্যালিটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তি সংসদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারসহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন