প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় আগুনে পুড়ে বসত ঘর ভস্মীভূত

সাঁথিয়ায় আগুনে পুড়ে বসত ঘর ভস্মীভূত । পাবনার সাঁথিয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে এক পরিবারের দুটি চারচালা টিনের বসতঘর । বসত ঘরের মধ্যে থাকা দৈনন্দিন জিনিস পত্র,গোলার ধান চাউল পোষাকাদি সহ সব কিছুই আগুনে ভস্মীভূত হয়ে গেছে । ক্ষতি হয়েছে প্রায় ছয় লক্ষ টাকার অধীক। ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের ফয়েজাল প্রামানিকের বাড়িতে । স্থানীয় সুত্রে জানা যায়, 6/12/2023 ( বুধবার ) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি ঘটে । তারপর আগুন খুব দ্রুত গতিতে রান্না ঘর থেকে সাথে লাগানো বসত ঘরে ছেয়ে যায় । এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালায় । কিন্তুু ততক্ষনে বাড়ির দুটি চারচালা টিনের বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় । সেই সাথে বসতঘরের মধ্যে থাকা ধান, চাউল, প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পযসা সহ সমস্ত মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েন যায় । ফয়েজাল প্রামাণিক জানান, আমার সহায়ন সম্বল সব কিছু আগুনে পুড়ে গেছে । বসবাস করার মত বাড়িতে কোন ঘর নাই । এখন পাঁচ জনের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বাস করা ছাড়া আমার আর কোন উপায় নেই । ধোপাদহ ইউনিয়নেরন চেয়ারম্যান সাঈদুজ্জামান বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। অসহায় পরিবার টিকে খাবার, কম্বল সহ কিছু সহযোগিতা করা হয়েছে ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন