প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঢাকা ১৯ আসনে জনপ্রিয়তায় এগিয়ে মুহাম্মদ সাইফুল ইসলাম- হাসান মন্ডল

ঢাকা ১৯ আসনে জনপ্রিয়তায় এগিয়ে মুহাম্মদ সাইফুল ইসলাম- হাসান মন্ডল । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী তৃনমূল থেকে উঠে আসা আশুলিয়া থানা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম জনপ্রিয়তায় বহুগুণে এগিয়ে।এমন একটি মন্তব্য করলেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ধামসোনা ইউনিয়ন আ’লীগের অন্যতম সদস্য মোঃ হাসান মন্ডল।তিনি আরো বলেন,কিছু বাটপার এদল ও দল করে বেড়াচ্ছে তাতে বিবভ্রান্ত হওয়ার কিছু নেই,ভোট নেতারা দেয়না ভোট দেয় সাধারণ জনগন,আর সাধারণ জনগনের কাছে একটিই নাম মুহাম্মদ সাইফুল ইসলাম,সাধারণ জনগন ভালো করেই জানে কে পাশে ছিলো,আর কে পাশে থাকবে,বসন্তের কোকিলের কি মুল্য আছে,বসন্ত এলেই কুহু করে লাভ নাই,মাহামারী করোনাকালীন সময়ে কে কোথায় ছিলেন,গার্মেন্টসকর্মীদের সুখে দুঃখে কে পাশে ছিলেন,ইউপি চেয়ারম্যান মেম্বারদের পাশে কে ছিলেন,গ্রাম পুলিশ,গণমাধ্যমকর্মী শিক্ষক শিক্ষার্থী ইমাম মুয়াজ্জিন,দলীয় নেতাকর্মী বীর মুক্তিযোদ্ধা,সবাই জানে কে জনগনের সেবক,আর জানের জবাব দিবে আগামী ২৪ সালের জানুয়ারির মাসের ৭ তারিখে ব্যালট এর মাধ্যমে।ঢাকা ১৯ -আসনে স্বতন্ত্র পদপ্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম জনগনের উদ্দেশ্য বলেন,গুজব আর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনগনের ভালোবাসা থেকে আমাকে দুরে রাখতে পারবেন না।কিছু স্বার্থান্বেষী রাঘববোয়াল উড়ে বেড়াচ্ছে মধুর আসায় ভোটের আসায় নয়,ভোট দিবে সাধারণ জনগন,অসাধু নেতা নামক দানবেরা নয়।প্রত্যেকটা ইউনিয়নে,প্রত্যেকটা ওয়ার্ডে,প্রত্যেকটা গ্রামের সাধারণ জনগন ভালো করেই জানে কে ভালো আর কে খারাপ,কে কাজ করবে আর কে কাজ করবেনা।শুধুমাত্র জনপ্রিয়তা যাচাই করতে বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় সিদ্ধান্ত মোতাবেক এ নির্বাচনে অংশ নেওয়া,আমার সাথে যারা আমার ভোট করতে কাজ করবে দলীয় ভাবে তাদের কোনো প্রকার বাঁধা বিপত্তি নাই,রাজনীতি সহ যে কোনো স্থানে প্রতিযোগীতা থাকবে এ নির্বাচনটাও তার ব্যাতিক্রম নয়,আমার নির্বাচনীয় কার্যালয় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এখানে বাংলার রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে আরো জানতে জনগনকে জানাতে বড় পর্দা টাঙিয়ে মুজিব একটি জাতির রুপকার বায়োপিক টি সকাল বিকাল সন্ধা উন্মুক্ত চালিয়ে যাচ্ছি।আবারো বলবো দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জনগনের শান্তিকামনায়,ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই,জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন