প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আবিদ হাসান রুবেলকে যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই রায়পুরা উপজেলা বাসী

আবিদ হাসান রুবেলকে যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই রায়পুরা উপজেলা বাসী । রায়পুরা দিন অথবা রাত, কোন কিছু দেখার সময় নেই আবিদ হাসান রুবেলের । দিন রাত ২৪ ঘন্টায় ব্যাস্ত থাকেন দলীয় কাজে । যেকোন সময় দল ডাক দিলে, নিজের পরিবারের দিকে খেয়াল না রেখেই দলের জন্য ছুটে চলেন ১৮ বছরের যুবকের মতো, মৃত্যুকে তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন দলের জন্য জীবন দিতে। এবং দলের দ্বায়িত্ব কে নিজের জীবনের চেয়ে বেশি অস্তিত্ব মনে করেন রুবেল। তুফান, ঝর ও বজ্রপাতকে হার মানেননা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ নেতা। নরসিংদী রায়পুরা উপজেলা ২৪ ইউনিয়ন জুড়ে আওয়ামীলীগ সকল অঙ্গসংগঠনের যতোগুলো প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে হাজার হাজার কর্মী নিয়ে তিনি সবার আগে উপস্থিত হয়। সহানুভূতি ও পরম ভালোবাসা দিয়ে রায়পুরা উপজেলায় গড়েছেন হাজারো যুবলীগের কর্মী। যুবলীগ করলেও আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের দল গুলোর যত প্রকার বিপদেআপদে সবসময় পাশে থাকেন। একটা কথা আছে যদি নেতৃত্ব চাও তবে গরীব-দুঃখী মানুষগুলোকে সেবা করো, ঠিক তেমনি করে যুবলীগ নেতা আবিদ রুবেলও গরীব দুঃখী মেহনতী মানুষের উপকার করে আসছে। দলের বাইরেও তার গুনাগুণের শেষ নেই। যে কোন সামাজিক দরবারে গরীবের পাশে থেকে সুষ্ঠু ও ন্যায় বিচার করে যান সবসময় তিনি। এতোক্ষণ বলছিলাম নরসিংদী রায়পুরা উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নজরপুর গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা হযরত আলী হরজু ছেলে রায়পুরা উপজেলা যুবলীগের পদপ্রার্থী সংগ্রামী যুবলীগের নেতা আবিদ হাসান রুবেল ভাইয়ের কথা। তিনি রায়পুরা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জয়যুক্ত হওয়ার জন্য আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের কাছে দোয়া ও সবসময় পাশে থাকার জন্য আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন