সদর উপজেলা মাদ্রাসা শিক্ষকদের সাথে আসাদুজ্জামান বাবুর মতবিনিময় সভা । সাতক্ষীরা সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের সাথে সদর ০২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা আহসানিয়া মিশনের অধ্যক্ষ আলতাফ হুসাইন, হযরত আবু বক্কর সিদ্দীক ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান, আকড়াখোলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার জালাল উদ্দীন, শিয়ালডাঙ্গা মাদ্রাসার সুপার আব্দুল লতিফ, আইনুদ্দীন আলিম মাদ্রাসার অধ্যক্ষ রুহুর আমিন, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ প্রমুখ। মতবিনিময় সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা আখতারুজ্জামান।