নওগাঁর চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে অগ্নি সংযোগ ও রক্ষা কালী প্রতিমা ভাংচুরের দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেলেও আজ কোন কাজে তদারকি অগ্রগতি নেই! নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নেথ ৯ নং চৌমাশিয়া সরকার পাড়ার, চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে অগ্নি সংযোগ ও রক্ষা কালী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে ১৭ মে ২০২৩ বুধবার রাত্রি সারে১০ টার সময় আগুন জ্বালি দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উৎসব সরকার সহ তার বন্ধুরা চৌমাশিয়া বাজর ধেকে বাড়ি ফেরর পথে মন্দিরে আগুন জ্বলা দেখে তারা তারি মন্দিরে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে কালী মন্দিরের সভাপতিঃ উজ্জ্বল কুমার সরকার কে খবর দেয়। সঙ্গে সঙ্গ তিনি ঘটনার স্থানে যান। পরে দিন ১৮/৫/২৩ বৃহস্পতিবার সকাল ৮ এটার সময় চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র র কক্ষাকালী মন্দিরে পরিদর্শন করেন এবং সুষ্ঠু বিচার হবে বলে তিনি জানান। পুলিশ ফাঁড়িরর ওসি, এবং মোজাম্মেল হোসেন মহাদেবপুর ওসি মোজাফফর হোসেন পুলিশ সুপার উপস্থিত ছিলেন উপজেলা পুজাউর্যাপন কমিটির সভাপতি শ্রীঅজিত চন্দ্র মানবাধিকার সংগঠনের সভাপতি রনজিত লাহিড়ী জাতীয় হিন্দু মহাযোটের সাধারণ সম্পাদক সুবীর দাস দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক সহ আওয়ামী লীগের ওর্যাডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।