প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফটিকছড়ি সমিতিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাঁশের ভেলা বিনষ্ট

ফটিকছড়ি সমিতিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাঁশের ভেলা বিনষ্ট । চট্টগ্রাম জেলা,ফটিকছড়ি উপজেলার সমিতিরহাটস্থ হালদা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত বাঁশের ভেলা বিনষ্ট করা হয়। ৬ ডিসেম্বর ২০২৩ইং রোজ বুধবার এ অভিমান পরিচালনা করেন,ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন