মাটিরাঙ্গায় ২ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, জ্বালানি কাঠ জব্দ । খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ২ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ ডিসেম্বর ) বিকেলে আদর্শগ্রাম ও ইসলামপুর এইচএনজে ও এমআরবি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। এসময় কয়লার বদলে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ মজুদ রাখার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে এইচএনজে ব্রিক ফিল্ডের মালিককে ৫০ হাজার এবং এমআরবি ব্রিক ফিল্ডের ম্যানেজারকে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে এইচএনজে ব্রিক ফিল্ড থেকে আনুমানিক ৩হাজার ১’শ ১১ঘনফুট এবং এমআরবি ব্রিক ফিল্ড হতে আনুমানিক ১৫হাজার ২’শ ৪৬ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় দেয়া হয়। এসময়, মাটিরাঙ্গা বনবিভাগের সহকারী রেঞ্জ অফিসার ও মাটিরাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান।