প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনসুর হাসানের ওপার সন্ত্রাসী হামলা

নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনসুর হাসানের ওপার সন্ত্রাসী হামলা ।হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মনসুর হাসান এর বাসায় সন্ত্রাসী হামলা চালায় বিএনপি নেতা কর্মীরা। এই হামলার পরপরই নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনসুর হাসান এর জানের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারী বিএনপি নেতা কর্মীরা হলো, নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের মৃত কনা মিয়ার পুত্র নিজাম মিয়া (৪০), হারুন মিয়া (৫০), দুলাল মিয়া (৩১), হারুন মিয়ার পুত্র সপন মিয়া (২১), নয়ন মিয়া(২৪), হাসান মিয়া (১৯), নিজাম মিয়ার পুত্র নাঈম মিয়া (২০) এই সন্ত্রাসীরা নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনসুর হাসান কে বর্তমান নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী সঙ্গে নমিনেশন দাখিল ও বিভিন্ন মিছিল মিটিং এ যাওয়াকে কেন্দ্র করে। গতকাল ( ০৬ ডিসেম্বর) রাত ৯ ঘটিকার সময় নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি মনসুর হাসান এর বসত বাড়িতে হামলা চালায়। এ সময় সোহান আহমেদ মুসার নাম ধরে অক্ষত ভাষায় গালিগালাজ করে, বলে আওয়ামী লীগ করার সাধ মিঠাইবে বলিয়া হুমকি দেয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন